Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

দুমকীতে দৈনিক আমার সংবাদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:

জুন ৪, ২০২৪, ০১:২৩ পিএম


দুমকীতে দৈনিক আমার সংবাদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বহুল প্রচারিত জাতীয় দৈনিক আমার সংবাদ এর প্রতিষ্ঠা বার্ষিকীতে সোমবার সন্ধ্যায়  দুমকীর প্রেসক্লাব হল রুমে ক্লাবের সভাপতি হারুন অর রশিদ এর সভাপতিত্বে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয়।

সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ শাহিন মাহমুদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাংগাশিয়া আলমদিনা মহিলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসেন, অ্যাডভোকেট মোঃ মজিবুর রহমান বাবু এপিপি পটুয়াখালী, দুমকি উপজেলা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন এর সভাপতি ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এর সদস্য প্রকৌশলী মোঃ কামাল হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ জসীম উদ্দিন সুমন ও সাবেক সাধারণ সম্পাদক মজিবুর রহমান।

দৈনিক কালবেলা’র দুমকি উপজেলা প্রতিনিধি প্রকৌশলী রাজিবুল ইসলাম রন্টি‍‍`র উপস্থাপনায় প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৈনিক যায়যায়দিন প্রতিনিধি আনিসুর রহমান মিন্টু, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি মোঃ জসীম উদ্দিন প্রমুখ।

আলোচনা শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন  অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।

বিআরইউ
 

Link copied!