Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪,

ছেলের হাতে প্রাণ গেল বাবার

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার প্রতিনিধি

জুন ৪, ২০২৪, ০৬:৪৪ পিএম


ছেলের হাতে প্রাণ গেল বাবার

কক্সবাজারের টেকনাফে পারিবারিক কলহের জের ধরে ছেলের ছুরিকাঘাতে বাবা খুন হয়েছেন। ছুরিকাঘাতে জখম হওয়া বাবা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ৪ দিনের মাথায় মৃত্যুর কোলে ঢলে পড়েন।

শনিবার বিকালে টেকনাফের হ্নীলা পানখালি এলাকায় এ ছুরিকাঘাতের ঘটনা ঘটেছিল। আর চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল তিনি মারা যান বলে নিশ্চিত করেন স্থানীয় ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হোসেন আহমেদ মেম্বার।

নিহত শাহ আলম (৬০) টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড পানখালির ফকির আহমেদের ছেলে।

ইউপি সদস্য হোসন আহমেদ জানান, শনিবার বিকালের দিকে হ্নীলা ইউপির পশ্চিম পানখালীর শাহ আলমকে তার ছেলে পারিবারিক কলহের জেরে নিজ বাড়িতে ছুরিকাঘাত করে। এ সময় তাকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে চমেক হাসপাতালে রেফান করেন। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে শাহ আলম মারা যান।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গনি জানান, ছেলের ছুরিকাঘাতে পিতা খুনের বিষয়টি জেনেছি। তবে, পরিবারের পক্ষ হতে এখনো অভিযোগ দেয়নি। এরপরও অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

ইএইচ

Link copied!