কক্সবাজার প্রতিনিধি
জুন ৪, ২০২৪, ০৬:৫০ পিএম
কক্সবাজার প্রতিনিধি
জুন ৪, ২০২৪, ০৬:৫০ পিএম
বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল-চরাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের সহায়তায় এগিয়ে এসেছে। সাম্প্রতিক উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় রেমাল শেষে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষদের সহায়তায় শত শত পরিবারকে আশ্রয় ও ত্রাণের পাশাপাশি তিন দিনব্যাপী চিকিৎসা সেবা প্রদান করেছে বাংলাদেশ কোস্টগার্ড।
কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
উপকূলীয় জনগণের স্বাস্থ্য সেবা প্রদানের জন্য মঙ্গলবার বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোন কক্সবাজার জেলার মহেশখালী থানাধীন গোরকঘাটা এলাকায় মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে।
এ সময় বাংলাদেশ কোস্টগার্ডের চিকিৎসক ও মেডিক্যাল এসিস্টেন্টরা সর্বমোট ২৭৬ জন অসহায়, গরীব, দুস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী প্রদান করেন।
বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী প্রদান কার্যক্রমে সার্জন লে. কমান্ডার নাজমুল আক্তার ফেরদৌস, এমপিএইচ, এএমসি ও সার্জন লে. আসিফ খান, এএমসি উপস্থিত ছিলেন।
ইএইচ