Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

দোহারে দুর্নীতি বিরোধী বিতর্ক অনুষ্ঠিত

দোহার (নবাবগঞ্জ) প্রতিনিধি

দোহার (নবাবগঞ্জ) প্রতিনিধি

জুন ৪, ২০২৪, ০৭:২০ পিএম


দোহারে দুর্নীতি বিরোধী বিতর্ক অনুষ্ঠিত

‘না করলে দুর্নীতি, হবে দেশের উন্নতি’ এ প্রতিপাদ্যে ঢাকার দোহারে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে দোহার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এর আয়োজন করে।

এ সময় দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আলমগীর হোসেন বলেন, আধুনিক ও উন্নত দেশ গড়তে আমাদের সকলকে সচেতন হতে হবে। দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তবেই আমরা এক সাথে এগিয়ে যেতে পারবো।

দোহার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অজয় কুমার রায় এতে সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক আবুল কাসেম অনুষ্ঠান সঞ্চালনা করেন।

আরও বক্তব্য দেন, দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শামীম হোসেন, জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এসএম খালেক, জয়পাড়া কলেজের ভাইস প্রিন্সিপাল তাপস কুমার নন্দী, ইকরাশী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একলাল উদ্দিন আহমেদ, আব্দুল হামেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নগেন্দ্র কুমার সিংহ, ইসলামাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরে আলম সিদ্দিকী, কার্তিকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুকী আযম প্রমুখ।

আলোচনা সভা শেষে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। শেষে দুর্নীতি প্রতিরোধ কমিটির ব্যানারে উপজেলা প্রাঙ্গণে একটি র‌্যালি বের করা হয়।

ইএইচ

Link copied!