Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

কোম্পানীগঞ্জে ভূমিহীনদের মাঝে জমির খতিয়ান বিতরণ

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

জুন ৪, ২০২৪, ০৭:২৬ পিএম


কোম্পানীগঞ্জে ভূমিহীনদের মাঝে জমির খতিয়ান বিতরণ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার উপকূলীয় এলাকা উড়িরচরে বসবাসরত ভূমিহীন বাছাইয়ে শুনানি, বন্দোবস্ত কবুলিয়ত রেজিস্ট্রেশন কার্যক্রম ও ভূমিহীনদের মাঝে বন্দোবস্তীয় জমির খতিয়ান বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার চরএলাহীর উড়িরচরের সমিতির বাজার সাইক্লোন শেল্টারে ভূমিহীন পরিবারের মাঝে আনুষ্ঠানিকভাবে এ খতিয়ান হস্তান্তর করেন ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জিয়া উদ্দীন আহমেদ।

এ সময় কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার হোসাইন পাটোয়ারীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সিডিএসপি-বি প্রকল্পের ভূমি বন্দোবস্ত উপদেষ্টা রেজাউল করিম, উপসচিব মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মিল্টন রায়,উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো. হাবেল উদ্দিন উপস্থিত ছিলেন।

কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিন জানান, সিডিএসপি-বি প্রকল্পের আওতায় উড়িরচরের ৩৭ ভূমিহীন পরিবারের মাঝে খাস জমি খতিয়ান বিতরণ করা হয়েছে। পরিবারগুলোর স্বামী ও স্ত্রীর নামে সর্বোচ্চ ১.৫ একর ভূমি বণ্টন করে বন্দোবস্ত দেওয়া হয় বলে জানান তিনি।

ইএইচ

Link copied!