Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

মহেশপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

জুন ৪, ২০২৪, ০৮:১৬ পিএম


মহেশপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঝিনাইদহের মহেশপুরে পুকুরের পানিতে ডুবে কাওসার হোসেন নামের (৭)বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার যাদবপুর ইউপির ৮নং ওয়ার্ডের জলুলী গ্রামে এ ঘটনা ঘটে। শিশু কাওসার  ওই গ্রামের সামাউল ইসলামের ছেলে।

স্থানীয় সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান জানান, দুপুরে শিশুটির  চাচা আলামিন পুকুকে গোসল করতে যায়। চাচার সাথে কাওসারও যায়। তাকে পুকুর পাড়ে বসিয়ে রেখে চাচা আলামিন গোসেলে নামে। গোসল শেষে উপরে উঠে দেখে সেখানে শুধু জুতা পরে আছে ভাতিজা নাই। তিনি বাড়িতে এসে ভাতিজার খোঁজ করেন বাড়িতে এসেছে কী না। বাড়িতে না পেয়ে পুকুরে গিয়ে কাওসারকে ভাসতে দেখেন। পরে তাকে উদ্ধার করে স্থানীয়  চিকিৎসকের কাছে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইএইচ

Link copied!