Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

ধনবাড়ী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানকে গণসংবর্ধনা

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি

জুন ৪, ২০২৪, ০৮:২৭ পিএম


ধনবাড়ী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানকে গণসংবর্ধনা

টাঙ্গাইলের ধনবাড়ীতে নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ তালুকদার সবুজকে গণসংবর্ধনা দিয়ে উপজেলাবাসী।

মঙ্গলবার বিকালে মধুপুর থেকে আব্দুল ওয়াদুদ তালুকদার সবুজকে ফুলেল শুভেচ্ছা জানান নেতাকর্মী ও তার কর্মী সমর্থকরা।

পরে হাজার হাজার মোটরসাইকেলের বিশাল বহর নিয়ে মধুপুর থেকে ঢাকা-টাঙ্গাইল-জয়দেবপুর-জামালপুর মহাসড়ক প্রদক্ষিণ শেষে ধনবাড়ী সরকারি নওয়াব ইনস্টিটিউশন মাঠে বিশাল গণসংর্ধ্বনা অনুষ্ঠানে যোগ দেন।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ তালুকদার সবুজ, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির নেতা মাসুদ রানা, স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল আজিজ, আব্দুল মান্নানসহ অন্যান্যরা।

এ সময় নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান আবু তালেব মুকুল, মাহিলা ভাইস চেয়ারম্যান কল্পনা বেগম ও উপজেলা, পৌর এলাকাসহ বিভিন্ন এলাকার কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!