Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

শাহজাদপুরে বজ্রপাতে নিহত ১

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

জুন ৪, ২০২৪, ০৮:৩৬ পিএম


শাহজাদপুরে বজ্রপাতে নিহত ১

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চর পোরজনায় (বাজিতপুর) বজ্রপাতে ১ জন নিহত হয়েছেন।

এলাকাবাসী জানায়, মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের চরপোরজনা (বাজিতপুর) গ্রামের আব্দুস সালাম (৩৭) ধান কেটে বাড়ি ফেরার পথে বজ্রপাতে নিহত হয়েছে। নিহত সালাম একই গ্রামের জয়নালের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে শাহজাদপুর থানার এসআই এরশাদুল হক জানান, চর পোরজনা গ্রামের জয়নালের ছেলে আব্দুস সালাম মাঠ থেকে ধান কেটে খড়ের বোঝা মাথায় করে বাড়ি ফেরার পথে বজ্রপাতে নিহত হয়েছে।

এ ঘটনায় নিহতের পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ইএইচ

Link copied!