Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

রাজশাহীতে ঝড়ে গাছ উপড়ে পড়ে ২ জনের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি

রাজশাহী প্রতিনিধি

জুন ৫, ২০২৪, ১২:১৫ এএম


রাজশাহীতে ঝড়ে গাছ উপড়ে পড়ে ২ জনের মৃত্যু

ঝড়ে গাছ উপড়ে পড়ে রাজশাহীর বাঘা উপজেলায় ২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রাজার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জালাল উদ্দিন (৪০), জাকির হোসেন (৩৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহীর বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলাম।

এক প্রত্যক্ষদর্শী জানান, বৃষ্টির সঙ্গে ঝড়ও শুরু হয়। এ সময় হঠাৎ গ্রামের পুরোনো বটগাছটি উপরে পড়ে। এতে বেশ কয়েক জন ওই বটগাছের নিচে পড়ে যান।

বাঘা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, উপজেলার ওপর দিয়ে আজ রাতে বৃষ্টির সঙ্গে আকস্মিক ঝড়ও বয়ে যায়। এতে রাজার মোড় এলাকার একটি পুরাতন বড় বটগাছ উপড়ে পড়ে। ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা গিয়ে উদ্ধার কাজ চালাচ্ছেন।

ইএইচ

Link copied!