Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

গোপলপুরে আইনশৃঙ্খলা রক্ষার্থে নির্বাচনি ব্রিফিং প্যারেড

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

জুন ৫, ২০২৪, ১১:৩৩ এএম


গোপলপুরে আইনশৃঙ্খলা রক্ষার্থে নির্বাচনি ব্রিফিং প্যারেড

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের ভোটগ্রহণ উপলক্ষে টাঙ্গাইলের গোপালপুরে আইনশৃঙ্খলা রক্ষার্থে নির্বাচনি ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার ব্রিফিং প্যারেডে গোপালপুর থানাধীন নির্বাচনি এলাকার সেক্টর ইনচার্জ হিসেবে গুরুত্বপূর্ণ ব্রিফ করেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) টাঙ্গাইল মোহাম্মদ সরোয়ার হোসেন, সেক্টর ইনচার্জ সহকারী পুলিশ সুপার (মধুপুর সার্কেল) ফারহানা আফরোজ জেমি।

ব্রিফিং প্যারেডে উপজেলা পরিষদ নির্বাচনে ডিউটিতে দায়িত্বরত সকল পুলিশ অফিসার, ফোর্স ও আনসার সদস্যদের দায়িত্ব-কর্তব্য সর্ম্পকে বক্তব্য প্রদান এবং নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে নিজেদের উপর অর্পিত দায়িত্ব পালন করার নিদের্শনা প্রদান করেন ।

এ সময় গোপালপুর থানার অফিসার ইনচার্জসহ নির্বাচন ডিউটিতে দায়িত্বরত বিভিন্ন পর্যায়ের সকল অফিসার ও ফোর্সরা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!