গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
জুন ৫, ২০২৪, ১১:৪৪ এএম
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
জুন ৫, ২০২৪, ১১:৪৪ এএম
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে টাঙ্গাইলের গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ আজ সকাল ৮টা থেকে শুরু হয়েছে যা চলবে বিকাল ৪টা পর্যন্ত।
১টি পৌরসভা ও ৭টি ইউনিয়ন পরিষদ নিয়ে গঠিত এ উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রার্থীরা হলেন, ইঞ্জিনিয়ার কেএম গিয়াস উদ্দিন `দোয়াত কলম`, মো. আইয়ুব খান `হেলিকপ্টার`, মো. আব্দুল মোমেন `ঘোড়া`, বীর মুক্তিযোদ্ধা মো. শামসুল আলম `আনারস`, মো. মাহমুদুল হাসান `কাপ পিরিচ`, মো. খাইরুল ইসলাম `মোটরসাইকেল` প্রতীকে নির্বাচন করছেন।
এদিকে মো. খাইরুল ইসলাম সোমবার সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
৮২টি ভোট কেন্দ্রে ২ লাখ ৩১ হাজার ৩৬০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১৬ হাজার ১০৫ জন, মহিলা ভোটার ১ লাখ ১৫ হাজার ২৫৪ জন এবং তৃতীয় লিঙ্গের ১ জন ভোটার রয়েছে।
ভাইস চেয়ারম্যান পদে মো. মারুফ হাসান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোসা. হোসেন আরা বেগম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
ইএইচ