কিশোরগঞ্জ প্রতিনিধি:
জুন ৫, ২০২৪, ০২:০৪ পিএম
কিশোরগঞ্জ প্রতিনিধি:
জুন ৫, ২০২৪, ০২:০৪ পিএম
শতবর্ষী নন্দ ঘোষ। বাজিতপুর উপজেলার পৌরসভা এলাকার বাসিন্দা। বয়স প্রায় ১০০ বছর। বুধবার ৫ জুন বাজিতপুর উপজেলা পরিষদ নির্বাচনে ১ টায় নাতিকে সাথে নিয়ে লাঠিতে ভর দিয়ে নিজের ভোট দিতে আসেন বাজিতপুর সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে।
ভোট কেন্দ্রটির ফটকে কথা হয় শতবর্ষী বৃদ্ধ নন্দ ঘোষ এর সাথে।ঠিক মত কথা বলতে পারেন না।তবুও আস্তে আস্তে করে জানান, `জীবনে অনেকবার ভোট দিছি। কোনো ভোট বাদ দিছি না।এই বুড়া বয়সে লাঠিতে ভর দিয়া আইয়া ভোট দিতে পাইরা অনেক ভালো লাগছে।’
নন্দ ঘোষকে কেন্দ্রে নিয়ে আসে তার প্রতিবেশী নাতি সামিন। তিনি বলেন, নির্বাচনে ভোট দিতে উনার খুব আগ্রহ দেখলাম। তাই উনাকে নিয়ে ভোট কেন্দ্রে আসলাম। নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে দাদু খুবই আনন্দিত।’
কেন্দ্রের প্রিজাইডিং অফিসার কমল রঞ্জন দাস বলেন, ‘এই কেন্দ্রে শতবর্ষী বৃদ্ধ নন্দ ঘোষই সবচেয়ে বয়স্ক ভোটার। তিনি দুপুর ১ টার দিকে কেন্দ্রে এসে ভোট দিয়েছেন। তিনি আরো জানান,সুস্থ সুন্দর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’
বিআরইউ