Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

কিশোরগঞ্জের ৩ উপজেলায় চলছে ভোটগ্রহণ, ভোটার উপস্থিতি কম

কিশোরগঞ্জ প্রতিনিধি :

কিশোরগঞ্জ প্রতিনিধি :

জুন ৫, ২০২৪, ০২:১৮ পিএম


কিশোরগঞ্জের ৩ উপজেলায় চলছে ভোটগ্রহণ, ভোটার উপস্থিতি কম

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিশোরগঞ্জের ৩ উপজেলায় ভোট গ্রহণ চলছে। বুধবার (৫ জুন) সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে।চলবে বিকাল ৪ টা পর্যন্ত।৪র্থ ধাপে কিশোরগঞ্জের ৩ টি উপজেলায় অনুষ্ঠিত হচ্ছে এ নির্বাচন। 

উপজেলা ৩ টি হলো বাজিতপুর, কুলিয়ারচর ও ভৈরব।নির্বাচনকে ঘিরে সবকিছু ছাপিয়ে এ ৩ টি উপজেলায় উৎসবের আমেজ বিরাজ করছে।ভোটাররা সানন্দে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

তবে এ ৩ উপজেলায় ভোটার উপস্থিতি কম লক্ষ্য করা গেছে।কোথাও ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায় নি। এখন পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নি।

বাজিতপুর ডিগ্রি কলেজের প্রিসাইডিং অফিসার কমল রঞ্জন দাস জানান, বাজিতপুর সরকারি ডিগ্রি কলেজে মোট ভোটার ৩ হাজার ১৩৯ জন।দুপুর ১২ টা পর্যন্ত ভোট কাস্ট ৪০২ হয়েছে।এ কেন্দ্রে বুথ রয়েছে ৮ টা।

আফতাব উদ্দিন কলেজের প্রিসাইডিং অফিসার একরাম হোসেন জানান, এ কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৮০০ জন। দুপুর ১২ টা পর্যন্ত ভোট পড়েছে ৪০৬ টি, এ কেন্দ্রে বুথ রয়েছে ৭ টা।

বাজিতপুর সরারচর সৌদামনি বালিকা উচ্চ বিদ্যালয়ের নারী কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো:নাজমুল হুদা জানান,এ কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৫৭১ জন। বেলা ১১ টা পর্যন্ত ভোট পড়েছে ১৫০ টি।

সরারচর শিবনাথপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার অজয় রায় জানান,এ কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৫৭৩ জন।সকাল ১০ টা পর্যন্ত ভোট পড়েছে ১০৫ টি।এ কেন্দ্রে মোট বুথ রয়েছে ৬ টি।

এদিকে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে ৩ টি উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ নির্বাচন উপলক্ষ্যে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে জোরালো পদক্ষেপ। ফলে ভোটাররা শান্তিপূর্ণভাবে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন বলে জানিয়েছেন।নির্বাচনকে স্বচ্ছ ও সুষ্ঠু করতে জোরদার করা হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।জেলা পুলিশের পক্ষ থেকে নেয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

জেলা রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এটিএম ফরহাদ চৌধুরি জানান,‍‍`৪র্থ উপজেলা পরিষদ নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।

তিনি আরো জানান,উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে জোরালো প্রস্তুতি। র‌্যাব, পুলিশ, বিজিবি, আনসার বাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন রয়েছে। এছাড়া প্রতিটি কেন্দ্রেই পুলিশ ও আনসার সদস্যরা  আইন শৃঙ্খলা রক্ষায় মোতায়েন রয়েছে।

বিআরইউ

Link copied!