Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

নীলফামারী পুলিশ লাইন্স অ্যাকাডেমির ৯ শিক্ষার্থীকে আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান

নীলফামারী

নীলফামারী

জুন ৫, ২০২৪, ০৭:২০ পিএম


নীলফামারী পুলিশ লাইন্স অ্যাকাডেমির ৯ শিক্ষার্থীকে আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান

নীলফামারী পুলিশ লাইন্স অ্যাকাডেমির নয় জন কৃতি শিক্ষার্থীকে আইজিপি শিক্ষাবৃত্তি দেয়া হয়েছে। বুধবার সকালে পুলিশ লাইন্স একাডেমিতে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি কর্তৃক ২০২৩ সালের ৫জন এবং ২০২৪ সালের ৪জন শিক্ষার্থীর মাঝে এ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। তারা সবাই এসএসসিতে জিপিএ ৫ অর্জন করে। পুলিশ লাইন্স অ্যাকাডেমির প্রধান শিক্ষক তোফায়েল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আমিরুল ইসলাম।

শিক্ষাবৃত্তি প্রাপ্তরা হলেন সুমাইয়া আক্তার, কিয়ারা দ্যুতি মোল্লা, রেজওয়ানা আক্তার, বিবিএম ইমরান, আব্দুল মাজিদ আফ্রিদি এবং অর্চনা রায় তিথি, ওরদাতুল জান্নাত তাজিন, জেলিয়া আফরোজ লিনা ও আব্দুল রাশেদ ইসলাম।

প্রধান শিক্ষক তোফায়েল আহমেদ জানান, কৃতি শিক্ষার্থীদের ৫হাজার টাকা, আইজিপি সনদ এবং একটি করে ক্রেস্ট প্রদান করা হয়।

আরএস

Link copied!