Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মধুপুর আ.লীগের সভাপতি খন্দকার শফিউদ্দিন মনির জানাজা অনুষ্ঠিত

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

জুন ৫, ২০২৪, ০৯:০৬ পিএম


মধুপুর আ.লীগের সভাপতি খন্দকার শফিউদ্দিন মনির জানাজা অনুষ্ঠিত

টাঙ্গাইলের মধুপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য খন্দকার শফিউদ্দিন মনির জানাজা নামাজ বুধবার বিকালে মধুপুর রানীভবানী স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে।

জানাজা নামাজে উপস্থিত ছিলেন সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি, টাঙ্গাইল পৌরসভার মেয়র সিরাজুল ইসলাম আলমগীর, মধুপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট মো. ইয়াকুব আলী, মধুপুর পৌর মেয়র আলহাজ সিদ্দিক হোসেন খান, মধুপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, ধনবাড়ি উপজেলা চেয়ারম্যান ওয়াদুদ তালুকদার সবুজ।

জানাজা নামাজে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ঘাটাইল, ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ মধুপুর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!