Amar Sangbad
ঢাকা শনিবার, ০৬ জুলাই, ২০২৪,

মুন্সীগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

জেলা প্রতিনিধি

জেলা প্রতিনিধি

জুন ৫, ২০২৪, ০৯:১১ পিএম


মুন্সীগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনকাল ছিল ২০ হাজার ২৪০ দিন। এই সংখ্যার সাতগুণ বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে মুন্সীগঞ্জ জেলা। সেই হিসাবে জেলায় ১ লাখ ৪১ হাজার ৬৮০টি বৃক্ষরোপণ করা হবে।

বুধবার (৫ জুন) এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আবুজাফর রিপন।

এ সময় তিনি বলেন, স্মরণকালের ভয়াবহ তাপদাহ ও পরিবেশ দূষণের চ্যালেঞ্জ মোকাবিলায় এই বৃক্ষরোপণ। এ উদ্যোগ অনুপ্রেরণা যোগাবে বলে আমি বিশ্বাস করি।

তিনি আরও বলেন, মোট ১ লাখ ৪১ হাজার ৬৮০টি বৃক্ষ রোপণের যে লক্ষ্যমাত্রা তা আগামী ১৫ আগস্টের মধ্যে অর্জন হবে বলে আশা করছি।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ মার্চ জন্মগ্রহণ করেন এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদাৎ বরণ করেন। মূলত বঙ্গবন্ধুর জীবনকাল ছিল ২০ হাজার ২৪০ দিন। এই দিনগুলির স্মরণে মুন্সীগঞ্জ জেলা প্রশাসন এবং ৬টি উপজেলা প্রশাসন প্রত্যেকেই ২০ হাজার ২৪০টি করে সমগ্র জেলায় জুন থেকে আগস্ট মাস পর্যন্ত মোট ১ লাখ ৪১ হাজার ৬৮০টি বৃক্ষরোপণের পরিকল্পনা গ্রহণ করেছে।

আরএস


 

Link copied!