Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

মধুপুরে আশ্রা বঙ্গবন্ধু ছাত্র সংঘের উদ্যোগে বৃক্ষরোপণ

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

জুন ৫, ২০২৪, ১০:১৩ পিএম


মধুপুরে আশ্রা বঙ্গবন্ধু ছাত্র সংঘের উদ্যোগে বৃক্ষরোপণ

টাঙ্গাইলের মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়নের আশ্রা বাজার এলাকায় পাঁকা রাস্তার পাশে বৃক্ষরোপণ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি ও ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষ্যে বুধবার বিকাল ৬টার সময় মধুপুর থেকে ফুলবাড়িয়া যাওয়ার পাঁকা রাস্তায় আশ্রা বাজারের নিকটবর্তী (পূর্ব পাশে) এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আশ্রা বাজার বঙ্গবন্ধু ছাত্র সংঘের আয়োজনে বৃক্ষরোপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মহিষমারা ইউনিয়নের চেয়ারম্যান মহি উদ্দিন, কর্মায়ন (জাতীয় এনজিও) এর নির্বাহী পরিচালক এবং অগ্রযাত্রা টেলিভিশন (এটিভি) বাংলার সিইও আরশেদ আলী রাসু।

এ সময় উপস্থিত ছিলেন- মধুপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আ. হামিদ, যুগ্ম সম্পাদক মো. সাইফুল ইসলাম, আশ্রা স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মো. ছাইফুল ইসলাম, বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি মো. নাজমুল ইসলাম শান্ত, সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ ক্লাবের অন্যান্য সদস্য এবং এলাকার নেতৃবৃন্দ।

আশ্রা স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মো. ছাইফুল ইসলাম জানান, আমাদের এ বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে।

ইএইচ

Link copied!