Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

কালিহাতীতে ডিম বোঝাই পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে চালক ও হেলপার নিহত

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

জুন ৬, ২০২৪, ০২:১৩ পিএম


কালিহাতীতে ডিম বোঝাই পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে চালক ও হেলপার নিহত

টাঙ্গাইলের কালিহাতীতে দ্রুতগতির পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পিছনে ধাক্কা লেগে চালক ও হেলপার নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোরে বঙ্গবন্ধু সেতু ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার আনালিয়াবাড়ীর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কুষ্টিয়া সদর উপজেলার মুনসুর আলীর ছেলে ও চালক শিপন আলী (৪০) এবং বাগেরহাটের কান্দাপাড়া গ্রামের মৃত শেখ আলিমুদ্দিনের ছেলে শেখ মুহাম্মদ আসলাম (৫৫)।

এলেঙ্গা ফায়ার সার্ভিসের টিম লিডার বিল্লাল হোসেন জানান, ভোরে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একটি ডিম বোঝাই পিকআপভ্যান ঢাকার দিকে যাচ্ছিল। পিকআপ ভ্যানটি আনালিয়াবাড়ীর ৯ নম্বর ব্রিজের কাছে আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপ চালক ও হেলপারের মৃত্যু হয়।

ইএইচ

Link copied!