Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

গাজীপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল ২ জনের

পূর্বাচল প্রতিনিধি

পূর্বাচল প্রতিনিধি

জুন ৬, ২০২৪, ০২:২৯ পিএম


গাজীপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল ২ জনের

গাজীপুরের কালীগঞ্জে অটোরিকশা ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক নারী।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে গাজীপুরের কালিগঞ্জ উপজেলার টঙ্গী-ঘোড়াশাল সড়কের শিমুলিয়া এলাকায় দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শহিদুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় আহত ২ জনকে হাসপাতালে আনা হয়েছিল। এর মধ্যে ১ জনকে মৃত অবস্থায় আনা হয়েছে। গুরুতর আহত আরেকজনকে উন্নত চিকিৎসার গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় ২ জনের মনদেহ উদ্ধার করা হয়েছে। ১ নারী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বাসটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ইএইচ

Link copied!