Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

বোয়ালমারীতে চতুর্থ বার চেয়ারম্যান হলেন মুশা মিয়া

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

জুন ৬, ২০২৪, ০২:৪৭ পিএম


বোয়ালমারীতে চতুর্থ বার চেয়ারম্যান হলেন মুশা মিয়া

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। চেয়ারম্যান পদে বোয়ালমারীতে চার বারের মতো নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া (দোয়াত কলম)।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে বোয়ালমারী উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বিজয়ীদের ফলাফল ঘোষণা করা হয়।

এদিন কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়।

জানা গেছে, ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া (দোয়াত কলম) প্রতীক নিয়ে ৪৩২৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী জেলা যুবলীগের সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জামান লিটু (ঘোড়া) প্রতীকে ৩৪৩৫৫ ভোট পেয়েছেন। এ উপজেলায় ২ লাখ ৭ হাজার ভোটের মধ্যে ১ লাখ ২ হাজার ৯২৭ ভোট কাস্টিং হয়েছে।

ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এমএম শাফউল্লাহ শাফি চশমা প্রতীক নিয়ে ৩৮৯১৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রাহাদুল আক্তার তপন উড়োজাহাজ প্রতীকে পেয়েছেন ৩৬১৩৩ ভোট।

সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোসা. সাহানাজ বেগম ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ২৪১৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মনিকা রানী রাজবংশী দৈদ্যুতিক পাখা নিয়ে পেয়েছেন ২৩১৪৪ ভোট।

সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চতুর্থ ধাপে ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ৫জন চেয়ারম্যান প্রার্থী ও ভাইস চেয়ারম্যান পদে ৫ এবং সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান ৬ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। যেখানে বোয়ালমারীতে ৭৮টি কেন্দ্রে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মেহেদী হাসান জানান, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। প্রতি ইউনিয়নে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ টিম নিয়োজিত ছিলেন। নির্বাচনে পুলিশ, র্যাব ও বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনী নিরলসভাবে মাঠে কাজ করেছেন।

ইএইচ

Link copied!