Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

বাজিতপুর উপজেলা চেয়ারম্যান হলেন রেজাউল হক কাজল

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ প্রতিনিধি

জুন ৬, ২০২৪, ০২:৫৩ পিএম


বাজিতপুর উপজেলা চেয়ারম্যান হলেন রেজাউল হক কাজল

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আনারস প্রতীকের প্রার্থী রেজাউল হক কাজল। তিনি পেয়েছেন ৩৬ হাজার ২১২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি রকিবুল হাসান শিবলী মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৪৭৭ ভোট।

বুধবার রাত সাড়ে ১০টায় উপজেলা উপজেলা পরিষদ হলরুমে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা।

সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, বাজিতপুর উপজেলায় মোট ভোটার মোট ভোটার ২ লাখ ১৩ হাজার ৫৭০ জন। এর মধ্যে মোট পুরুষ ভোটার ১ লাখ ১০ হাজার ৬৫৭ জন। মোট মহিলা ভোটার ১ লাখ ২ হাজার ৯১২ জন। হিজরা ভোটার রয়েছে জন ১।

এ উপজেলায় মোট ভোট কেন্দ্র ৮৫ টি।বাজিতপুর উপজেলায় ভোট কাস্টিং হয়েছে ২৬.৭৩ শতাংশ।

জেলা রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক এটিএম ফরহাদ চৌধুরী বলেন বলেন, কিশোরগঞ্জের বাজিতপুর, কুলিয়ারচর ও ভৈরব উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্হণ সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে। ভোটার উপস্থিতি ছিল সন্তোষজনক।

ইএইচ

Link copied!