Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

কুলিয়ারচরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হলেন লিটন

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ প্রতিনিধি

জুন ৬, ২০২৪, ০৩:০৭ পিএম


কুলিয়ারচরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হলেন লিটন

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ নেতা আবুল হোসেন লিটন।

এ উপজেলায় তিনি ছাড়া আর কেউ মনোনয়নপত্র দাখিল করেননি।

বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং অফিসার ও কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলম।

আবুল হোসেন লিটন কুলিয়ারচরের বিশিষ্ট শিল্পপতি মরহুম আলহাজ্ব কাঞ্চন মিয়ার সন্তান। কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রধান উপদেষ্টা ও কুলিয়ারচরের বিশিষ্ট শিল্পপতি প্রয়াত সিআইপি মুছা মিয়া ও কুলিয়ারচর পৌরসভার প্রয়াত মেয়র আবু হাসান কাজলের ছোট ভাই এবং কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি ইমতিয়াজ বিন মুছা জিসানের চাচা।আবুল হোসেন লিটন কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি।

ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন সৈয়দ নূরে আলম (চশমা প্রতীক)। তিনি পেয়েছেন ১০ হাজার ১৭৭ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী আনিছুর রহমান খাঁন (টিউবওয়েল প্রতীক) পেয়েছেন ৯ হাজার ১৫৩ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন মোছা. লিপি আক্তার (ফুটবল প্রতীক)। তিনি পেয়েছেন ১২ হাজার ৬৩৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোছা. রহিমা আক্তার (কলস প্রতীক) পেয়েছেন ৩ হাজার ৫৮১ ভোট।

ইএইচ

Link copied!