Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হলেন খাজে আহমেদ

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

জুন ৬, ২০২৪, ০৩:১৫ পিএম


ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হলেন খাজে আহমেদ

চাঁদপুর সদর উপজেলায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ভোট গণনা শেষে রাতে ফলাফল ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌলি মন্ডল।

ভোটের দিনের শুরু থেকেই খাজে আহমেদ মজুমদারের চিংড়ি প্রতীকের প্রার্থীর কর্মী সমর্থকদের মাঝে উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। বিকাল গড়াতেই সেই উদ্দীপনা গড়ায় বিজয়োল্লাসে।

ফলাফলের হিসাবে, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে ভোট কাস্টের ৭৬% ভোট পেয়ে বিজয়ী হয়েছেন চিংড়ি প্রতীকের চেয়ারম্যান প্রার্থী খাজে আহমেদ মজুমদার।

উপজেলার অধীনে একটি পৌরসভা ও ১৫টি ইউনিয়নের ১১৮টি কেন্দ্রে খাজে আহমেদ মজুমদার পেয়েছেন ৬২ হাজার ৪৯৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আনারস প্রতীকের প্রার্থী সাবেক এমপিপুত্র ইঞ্জিনিয়ার মো. আমির আজম রেজা পেয়েছেন ২০ হাজার ১৬৫ ভোট।

ভোটের ব্যবধান দেখে দলীয়, নির্দলীয় ও সাধারণ লোকজন আলোচনা সমালোচনা শুরু করেছেন। অনেকেই বলেছেন প্রবীণ ও নবীন দুই নেত্রার নির্বাচনী খেলায় নবীন নেতির বিশাল জয়। এই জয়ে গণজোয়ার সৃষ্টি হয়েছে। উপজেলাবাসী আনন্দিত হয়েছে। উপজেলাবাসী এই প্রথম অবাধ সুষ্ঠু নিরপেক্ষ একটি নির্বাচন অনুষ্ঠিত হতে দেখেছেন। ভোটাররা তাদের পছন্দের প্রার্থীদের কোন ধরনের বাধা বিঘ্নতা চাড়া ভোট দিতে পারে আনন্দিত হয়েছে।

নির্বাচনি ফলাফল প্রকাশ হওয়ার পর বিপুল ভোটে নির্বাচিত খাজে আহমেদ মজুমদার উপজেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। যারা দিন রাত পরিশ্রম করে অনেক কাজ করেছেন এবং নির্বিঘ্নে ভোট দিয়েছেন সকলের প্রতি কৃতজ্ঞতা ও দোয়া রেখেছেন।

ইএইচ

Link copied!