Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ব্যবসায়ীকে হত্যার হুমকি, নিরাপত্তা চেয়ে থানায় অভিযোগ

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি

জুন ৬, ২০২৪, ০৩:৪০ পিএম


ব্যবসায়ীকে হত্যার হুমকি, নিরাপত্তা চেয়ে থানায় অভিযোগ

কুমিল্লার মুরাদনগর উপজেলায় এক ট্রাভেল এজেন্সি ব্যবসায়ীকে তিন দিনের মধ্যে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছে একজন মাদকসেবী। প্রাণনাশের হুমকির পর মঙ্গলবার রাতে জীবনের নিরাপত্তা চেয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ব্যবসায়ী গোলাম জিলানী।

উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের নগরপাড় গ্রামে এই ঘটনা ঘটে।

ব্যবসায়ী গোলাম জিলানী নগরপাড় গ্রামের শাহ আলম মিয়ার ছেলে। হুমকিদাতা লাল মিয়া (২৮) উপজেলার যাত্রাপুর ইউনিয়নের রঘুরামপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে, বর্তমানে নগরপাড় গ্রামে বাসা ভাড়া করে বসবাস করছে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, অপরাধ দমনে থানা পুলিশ তৎপর রয়েছে। বিষয়টি তদন্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইএইচ

Link copied!