Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মধুপুরে তামাক গোডাউনে আগুন

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

জুন ৬, ২০২৪, ০৫:৫৯ পিএম


মধুপুরে তামাক গোডাউনে আগুন

টাঙ্গাইলের মধুপুরে মটর বিড়ি ফ্যাক্টরির তামাকের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার রাত তিনটার দিকে মধুপুর পৌর শহরের টেংরী গোরস্তানপাড়া এলাকায় তামাকের গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

দুর্ঘটনার কথা শুনে সকাল ৭টায় মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন ও পৌর মেয়র আলহাজ্ব মো. সিদ্দিক হোসেন খান ঘটনা স্থলে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জানা যায় মধুপুর মটর বিড়ি ফ্যাক্টরির মালিকপক্ষ টেংরী গোরস্তান পাড়া এলাকার ব্যবসায়ী আলহাজ্ব মো. নুরুল ইসলামের একটি গোডাউন ঘর ভাড়া নিয়ে বিড়ি তৈরির জন্য তামাক রাখত। বৃহস্পতিবার রাত সাড়ে তিনটার দিকে সে গোডাউনে আগুন লাগে। গোডাউনের পাশেই গোডাউনের মালিক নুরুল ইসলাম পরিবার নিয়ে বসবাস করেন। তারা রাতে আগুন লাগার ঘটনা টের পেয়ে মধুপুর ফায়ার সার্ভিস অফিসে ফোন করেন।

মধুপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বোরহান আলী জানান, আমরা রাত সাড়ে তিনটার দিকে খবর পাই টেংরী এলাকায় তামাকের গোডাউনে আগুন লেগেছে। সংবাদ পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে আসি এবং আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করি। আমাদের ২টি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। পানির ব্যবস্থা দূরে থাকায় এবং তামাকের কাঁচা মাল বস্তা ভর্তি থাকায় আগুনের ভয়াবহতা খুব বেশি ছিল।

মটর বিড়ির অফিসের কর্মচারী মো. মুজাফফর আলী জানান, আমরা রাতেই সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসি। ফায়ার সার্ভিসের কঠোর পরিশ্রমে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে প্রায় ৬ লক্ষ টাকার তামাক পুড়ে নষ্ট হয়ে গেছে।

আগুন লাগার কারণ জানতে চাইলে সে জানান, গোডাউনে তামাক রাখার বস্তার খামাল ভেঙে তামাকের বস্তা ওয়ালে লাগানো বিদুৎতের সুইচ বোর্ডের উপরে পড়ে যায়। বস্তার চাপে সুইস বোর্ড পুড়ে আগুন তামাকের বস্তায় লাগে। এর কারণেই গোডাউনে আগুন লাগতে পারে বলে তিনি জানান।

ইএইচ

Link copied!