Amar Sangbad
ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪,

দিনাজপুর পৌরসভায় সড়কের মেরামত কাজ উদ্বোধন

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর প্রতিনিধি

জুন ৬, ২০২৪, ০৬:৫৫ পিএম


দিনাজপুর পৌরসভায় সড়কের মেরামত কাজ উদ্বোধন

দিনাজপুর শহরের ব্যস্ততম রাস্তা মর্ডান মোড় থেকে খাসিপাড়া রাস্তাটি জনগণের যাতায়াতের দুর্ভোগের বিষয়টি বিশেষ বিবেচনা করে দিনাজপুর পৌরসভার মেয়র ভারপ্রাপ্ত আবু তৈয়ব আলী দুলাল পৌরসভার নিজ অর্থায়নে অস্থায়ীভাবে রাস্তাটি মেরামত কাজে উদ্বোধন করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড কাউন্সিলর জুলফিকার আলী স্বপন, ২নং ওয়ার্ড কাউন্সিলর কাজী আশরাফুজ্জামান বাবু, ৩নং ওয়ার্ড কাউন্সিলর মো. আব্দুল্লাহ এবং ১, ২ ও ৩ মহিলা কাউন্সিলর হাসিনা বেগম।

পৌর মেয়র (ভারপ্রাপ্ত) আবু তৈয়ব আলী দুলাল বলেন, ঈদকে সামনে রেখে মানুষের যাতায়াতের বিষয়টি চিন্তা করে দিনাজপুর পৌরসভার নিজ অর্থায়নে আপাতত অস্থায়ীভাবে রাস্তার মেরামত কাজটি করা হচ্ছে।

এই রাস্তাটির কাজের বাজেট পাশ হয়েছে এবং টেন্ডার হয়েছে তাই অতি দ্রুত স্থায়ীভাবে রাস্তাটির কাজ সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র দুলাল।

তিনি বলেন, দিনাজপুর পৌরসভায় পর্যায়ক্রমে সকল রাস্তাঘাট ভালো করার চেষ্টা চলছে। এতে করে জনদুর্ভোগ কমে আসবে বলে তিনি মনে করেন।

ইএইচ

Link copied!