Amar Sangbad
ঢাকা রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫,

লালমনিরহাটে যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাট প্রতিনিধি

জুন ৬, ২০২৪, ০৭:২৬ পিএম


লালমনিরহাটে যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার

লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়নের মিলন বাজার ভাটেশ্বর নদী এলাকা থেকে বস্তাবন্দি অবস্থায় ফাহিম হাসান ফরহাদ (১৬) নামে এক যুবকের লাশ উদ্ধার করছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে আসামির দেওয়া তথ্যর ভিত্তিতে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেন।

নিহত ফাহিম হাসান ফরহাদ এই থানার রত্নাই সেতু এলাকার শাহাজাহান রহমানের ছেলে। সে চলতি বছরে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৪ জুন রাতে ফাহিমের বন্ধু মধুসূদন রায়কে মোটরসাইকেল যোগে বাসায় পৌঁছে দেওয়ার পর থেকে নিখোঁজ হয়। ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়ায় ফাহিমের পিতা শাহজাহান আদিতমারি থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরপর পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় তার বন্ধু মধুসূদন রায়কে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসা বাদ করলে, এক পর্যায়ে সে স্বীকার করেন ধারালো দায়ের আঘাতে ফাহিমকে হত্যা করেন।

হত্যার বিষয়ে পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, মাদক খাওয়াকে কেন্দ্র করে দুই বন্ধু মাঝে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ মধুসূদন সেটি স্বীকার করেন। মৃতদেহ ময়নাতদন্ত শেষ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ইএইচ

Link copied!