পার্বত্যাঞ্চল প্রতিনিধি
জুন ৬, ২০২৪, ০৭:৫৮ পিএম
পার্বত্যাঞ্চল প্রতিনিধি
জুন ৬, ২০২৪, ০৭:৫৮ পিএম
খাগড়াছড়িতে পবিত্র ঈদুল আজহার সময় ঈদযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ রাখার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে আসন্ন ঈদুল আজহা-২০২৪ উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ) এবং জেলা প্রশাসনের আয়োজনে খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার)।
খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) বলেন, মুসলমানদের প্রধান দুটি ধর্মীয় উৎসবের একটি হচ্ছে ঈদুল আজহা। এই উৎসবে রাজধানী ও অন্যান্য শহর থেকে বিপুল সংখ্যক মানুষ নাড়ির টানে পরিবার—পরিজনসহ গ্রামের উদ্দেশ্যে যাত্রা করেন। ঈদে নাড়ির টানে বাড়ি ফেরা কিংবা আনন্দ ভ্রমণের জন্য বের হওয়া হাজার হাজার নারী—পুরুষ ও শিশুর যাত্রাকে নিরাপদ করা আমাদের সবার দায়িত্ব। রাস্তায় এক ধরনের অসুস্থ প্রতিযোগিতা লক্ষ করা যায়, যা অনেক সময় প্রাণঘাতী দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। অতএব, ঈদে মাটির টানে যাওয়া—আসা যাতে স্বস্তিদায়ক হয়, সে বিষয়ে আমাদের সবার সর্বোচ্চ সজাগ ও সতর্ক থাকতে হবে।
তিনি বলেন- যাত্রী ও পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা আইনকানুন মেনে চলবেন। দেশের বেশিরভাগ যাত্রী সড়কপথে বাড়িতে যায় এবং ফিরেও আসে সড়কপথে। তাই যাত্রীদের জীবনের নিরাপত্তার জন্য সড়কপথে যেন ফিটনেসবিহীন যানবাহন কেউ নামাতে না পারে, সেদিকে নজর রাখতে হবে। এমনকি ড্রাইভিং লাইসেন্স নেই এমন কেউ যাতে বাস বা অন্য কোনো যানবাহন চালাতে না পারে, সেদিকেও নজর রাখতে হবে।
এ সময় খাগড়াছড়ি বাস মালিক সমিতির সভাপতি ও মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল কাশেম ভূইঁয়াসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
ইএইচ