Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

চাঁদপুরে দৈনিক আমার সংবাদের এক যুগপূর্তি অনুষ্ঠিত

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর প্রতিনিধি

জুন ৬, ২০২৪, ০৮:৪৪ পিএম


চাঁদপুরে দৈনিক আমার সংবাদের এক যুগপূর্তি অনুষ্ঠিত

উৎসাহ উদ্দীপনা নিয়ে চাঁদপুরে আলোচনা সভার মধ্য দিয়ে দৈনিক আমার সংবাদ পত্রিকার এক যুগপূর্তি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে এ যুগপূর্তি অনুষ্ঠান সম্পন্ন হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য দেন- পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়।

বিশেষ অতিথির বক্তব্য দেন- চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ন কবীর সুমন, পৌরসভার সাবেক প্যানেল মেয়র কবীর খান, সমাজসেবক আলিম আল রাজি কবীর।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ও নাগরিক টিভির জেলা প্রতিনিধি সাংবাদিক অমরেশ দত্ত জয়ের সঞ্চালনায় ও দৈনিক আমার সংবাদের চাঁদপুর জেলা প্রতিনিধি শ্যামল সরকারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- ক্রীড়া সাংবাদিক মিজানুর রহমান, বিএমএসএফের চাঁদপুরের সাংগঠনিক সম্পাদক সাঈদ হোসেন অপু, যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন, চাঁদপুর জেলা যুব ঐক্য পরিষদের সদস্য সচিব পার্থ গোপাল দাস, যুগ্ম আহ্বায়ক জয় চন্দ্র নাগ, দৈনিক দিনপ্রতিদিনের সম্পাদক খোরশেদ আহমেদ, দৈনিক চাঁদপুর দিগন্তের সহকারী সম্পাদক জামাল হোসেন, দৈনিক ঢাকার ডাকের জেলা প্রতিনিধি আলমগীর হোসেন বাবু, দৈনিক বাংলাদেশ সমাচারের জেলা প্রতিনিধি দীন মোহাম্মদ দিলরাজ, দৈনিক আমার প্রাণের বাংলাদেশের জেলা প্রতিনিধি আহসান হাবিব পাটওয়ারী, দৈনিক কালবেলার হাইমচর প্রতিনিধি শিমুল অধিকারী সুমন, দৈনিক বাংলাদেশ সমাচারের সদর প্রতিনিধি আব্দুল আউয়াল, দৈনিক ঢাকার ডাকের ফরিদগঞ্জ প্রতিনিধি মো. জাকির হোসেন, দৈনিক আমাদের মাতৃভূমির প্রতিনিধি সাইফুল ইসলাম, দৈনিক চাঁদপুর জমিনের প্রতিনিধি আরিফ মীর, দৈনিক আমাদের মাতৃভূমির প্রতিনিধি মো. সাদ্দাম হোসেন, দৈনিক চাঁদপুর সংবাদের প্রতিনিধি মো. রাসেল আহমেদ, দৈনিক ইলশেপাড়ের প্রতিনিধি মো. আল-আমীনসহ সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুধীমহল।

বক্তারা তথ্য প্রযুক্তির যুগে নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে দৈনিক আমার সংবাদ পত্রিকাটি দিন দিন পাঠকপ্রিয় হওয়ায় এর উত্তরোত্তর সফলতা কামনা করেন।

ইএইচ

Link copied!