Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

‘দেশের উন্নয়ন ও মানুষের সেবা করাই সবার লক্ষ্য হওয়া উচিত’

রংপুর ব্যুরো

রংপুর ব্যুরো

জুন ৬, ২০২৪, ০৯:২৫ পিএম


‘দেশের উন্নয়ন ও মানুষের সেবা করাই সবার লক্ষ্য হওয়া উচিত’

রংপুরের বিভাগীয় কমিশনার জাকির হোসেন বলেছেন, দেশের উন্নয়ন ও মানুষের সেবা করাই সবার লক্ষ্য হওয়া উচিত। দেশ ও জাতির কল্যাণে কাজ করে দেশ ও জাতিকে সামনে এগিয়ে নেওয়া প্রশাসন ও জনপ্রতিনিধিদের নৈতিক দায়িত্ব। সেজন্য আমরা সকলে মিলে দেশ ও জাতির কল্যাণে একসাথে কাজ করে যাবো।

বৃহস্পতিবার রংপুর জেলা শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদেরকে শপথবাক্য পাঠ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে রংপুর বিভাগের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণের শপথ পাঠ করান রংপুর বিভাগীয় কমিশনার জাকির হোসেন।

অনুষ্ঠানে রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আবু জাফর, রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এস এম রশিদুল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার সায়ফুজ্জামান ফারুকী, জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. রিয়াজ উদ্দিনসহ সরকারি কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার রংপুর বিভাগের ২১ উপজেলা পরিষদের নব নির্বাচিত ২১ জন চেয়ারম্যান ও ৪২ জন ভাইস চেয়ারম্যান শপথ গ্রহণ করেন।

ইএইচ

Link copied!