Amar Sangbad
ঢাকা রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪,

রাঙামাটিতে কোরবানির পশুর হাট ব্যবস্থাপনা ও দ্রুত বর্জ্য অপসারণে সভা

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটি প্রতিনিধি

জুন ৬, ২০২৪, ০৯:৩০ পিএম


রাঙামাটিতে কোরবানির পশুর হাট ব্যবস্থাপনা ও দ্রুত বর্জ্য অপসারণে সভা

আসন্ন পবিত্র ঈদুল আজহা সুষ্ঠভাবে উদযাপন, কোরবানির পশুর হাট ব্যবস্থাপনা, নির্দিষ্ট স্থানে কোরবানির পশু কোরবানি এবং দ্রুত বর্জ্য অপসারণ সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা করেছে রাঙামাটি জেলা প্রশাসন।

বৃহস্পতিবার বিকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।

এতে আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহেদুল ইসলাম, রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী, জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, মসজিদের ইমাম ও মাদরাসার শিক্ষকরা।

সভায় আসন্ন পবিত্র ঈদুল আজহায় রাঙামাটি শহরে ৬টি বড় ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার কথা জানানো হয়। পাশাপাশি কোরবানির পশুর হাট সঠিকভাবে পরিচালনা, চাঁদাবাজি বন্ধ, ঈদগাহ ব্যবস্থাপনা ও কোরবানির বর্জ্য অপসারণ সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

ইএইচ

Link copied!