Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বড়লেখায় খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু!

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:

জুন ৭, ২০২৪, ১২:৪৮ পিএম


বড়লেখায় খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু!

মৌলভীবাজারের বড়লেখায় খালের পাড়ে খেলতে গিয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ জুন) বিকেলে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

জানা যায়, শিশুটির নাম সাজিব (০৭)। শাহবাজপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আব্দুর রহিম এর ছোট ছেলে খালে পড়ে পানিতে ডুবে মারা যায়।

সরেজমিনে দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের সোয়ারারতল এলাকায় গেলে জানা যায়, রহিমের বাড়ির পাশে একটি দেওছড়া খাল রয়েছে, সে খালের পাশে রহিমের ছেলে সহ, আরো দুটি ছেলেকে নিয়ে খেলাধুলা করতে গিয়ে খালে পড়ে যায়। সাথে থাকা আর ও দুটি ছেলে চিৎকার করলে আব্দুল আলিম, ও আব্দুর রহমান, এসে পানিতে নেমে খোঁজাখুঁজি শুরু করে। তারপরে এলাকার লোকজন এসে সবাই মিলে খোঁজাখুঁজি শুরু করেন, খবর পেয়ে বড়লেখা আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে আসেন।

পরবর্তীতে সিলেট  ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে যোগাযোগ করা হলে, তারা এসে ৯ ঘণ্টা খোঁজাখুঁজির পর তার লাশ উদ্ধার করেন।  শুক্রবার সকাল দশটায়  সুজাউল সিনিয়র ফাজিল ডিগ্রী মাদ্রাসার মাঠে তার জানাজা সম্পূর্ণ হয়।

বিআরইউ

Link copied!