Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মধুপুরে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

জুন ৭, ২০২৪, ০২:২২ পিএম


মধুপুরে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

টাঙ্গাইলের মধুপুরে ২০২৩-২৪ অর্থবছরে লেবুজাতীয় ফসলের সম্প্রসারণ, ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নির্বাচিত ৩০ জন প্রদর্শনীভুক্ত কৃষকদের নিয়ে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মধুপুর উপজেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে বৃহস্পতিবার দিনব্যাপী কৃষক প্রশিক্ষণে লেবুজাতীয় ফসলের চাষাবাদ পদ্ধতি, মাটি পরীক্ষা পূর্বক সার সুপারিশ, রোগ ও পোকামাকড় দমন ব্যবস্থা প্রভৃতি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বিস্তারিত আলোচনা করেন মধুপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাকুরা নাম্নী। এছাড়াও বিভিন্ন আধুনিক জাত ও প্রযুক্তি, ট্রেনিং এন্ড প্রুনিং (অংগছাটাই), ওয়াটার সাকার সরানো ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনাসহ হাতে কলমে চারা রোপণের বিভিন্ন কৌশল শেখান উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার তাজমি নূর রাত্রি।

প্রশিক্ষণ শেষে ৩০ জন প্রদর্শনীভুক্ত কৃষকদের মাঝে লেবুজাতীয় মিশ্র ফলবাগান প্রদর্শনী বাস্তবায়ন এর জন্য সিডলেস লেবু, কাগজী লেবু, ভিয়েতনামী মাল্টা ও থাই জাম্বুরা ফলের চারাসহ, জৈব (ভার্মি কম্পোস্ট) ও রাসায়নিক সার, বালাইনাশক, মাইক্রোনিউট্রিয়েন্ট (গাছের অনুখাদ্য সার), চুন, সিকেচার, নাইফ ও স্প্রে মেশিন বিতরণ করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাকুরা নাম্নী।

ইএইচ

Link copied!