Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

দৌলতপুরে আমার সংবাদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

জুন ৭, ২০২৪, ০২:৩৮ পিএম


দৌলতপুরে আমার সংবাদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সত্যের সন্ধানে প্রতিদিন এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের বহুল প্রচারিত ও পাঠক নন্দিত জাতীয় দৈনিক আমার সংবাদ সাহসিকতার ১ যুগে পদার্পণ উপলক্ষ্যে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় কেক কাটার মধ্যদিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

বৃহস্পতিবার দৌলতপুর প্রেসক্লাবের সভাকক্ষে দৈনিক আমার সংবাদের জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মুকুলের সভাপতিত্বে শরিফুল ইসলামের সঞ্চালনায় কেট কাটা শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন- দৈনিক আমার সংবাদের দৌলতপুর প্রতিনিধি মিজানুর রহমান।

এতে প্রধান অতিথির বক্তব্য দেন, দৌলতপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা, উপজেলা প্রতিনিধি দৈনিক সংবাদ।

আলোচনা সভায় বক্তব্য দেন- আল্লারদর্গা প্রেস ক্লাবের সভাপতি খন্দকার জালাল উদ্দিন, দৈনিক জনকণ্ঠের উপজেলা প্রতিনিধি সাইদুল আনাম, ডেইলি পোস্টের ভেড়ামারা প্রতিনিধি ইসমাইল হোসেন বাবু, মানজারুল ইসলাম খোকন, জেলা প্রতিনিধি কুষ্টিয়া (পশ্চিম) মোহনা টেলিভিশন, সোহানুর রহমান শিপন উপজেলা প্রতিনিধি এশিয়ান টেলিভিশন, দৈনিক আমার সংবাদের ভেড়ামারা প্রতিনিধি হেলাল মজুমদার, বাংলাদেশের খবরের উপজেলা প্রতিনিধি সাইদুর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন দৈনিক অধিকারের উপজেলা প্রতিনিধি আতিয়ার রহমান, বিজনেস বাংলাদেশের উপজেলা প্রতিনিধি নাজমুল ইসলাম, ডেইলি পোস্টের উপজেলা প্রতিনিধি ফরিদ আহমেদ, গণকণ্ঠের উপজেলা প্রতিনিধি সম্রাট আহমেদসহ স্থানীয় সাংবাদিকরা।

ইএইচ

Link copied!