Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

কুড়িগ্রামে জেলা পূজা উদযাপন পরিষদের পরিচিতি সভা

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম প্রতিনিধি

জুন ৭, ২০২৪, ০৪:৫৫ পিএম


কুড়িগ্রামে জেলা পূজা উদযাপন পরিষদের পরিচিতি সভা

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে কলেজ মোড়স্থ প্রবীণ হিতৈষী সংঘ মিলনায়তনে সভায় ৮১ সদস্য বিশিষ্ট কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য দেন- নবনির্বাচিত জেলা কমিটির সভাপতি রবি বোস, সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র রায়, হিন্দু বৌদ্ধ খিষ্ট্রান ঐক্য পরিষদের সভাপতি এসএম ছানালাল বকসী, সাধারণ সম্পাদক অলক সরকার, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি সাংবাদিক শ্যামল ভৌমিক, নারায়ণ চন্দ্র রায়, ফাল্গুনী তরফদার, সদর উপজেলা কমিটির সভাপতি সুধির চন্দ্র রায়, নাগেশ্বরী উপজেলা কমিটির সভাপতি গোপী নাথ রায়, রাজারহাট উপজেলা কমিটির সভাপতি রবি কর্মকার, ফুলবাড়ি উপজেলা কমিটির সভাপতি কার্তিক সেন, উলিপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক উৎপল রায়, চিলমারী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ভারত রায়, পৌর কমিটির সভাপতি দিনেশ চন্দ্র সরকার, জেলা কমিটির তর্পণ চক্রবর্তী প্রমুখ।

সভায় সংগঠনকে আরও গতিশীল করার জন্য বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়।

ইএইচ

Link copied!