Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

রাঙামাটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটি প্রতিনিধি

জুন ৭, ২০২৪, ০৫:০০ পিএম


রাঙামাটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

রাঙামাটি জেলার কোতোয়ালি থানাধীন তবলছড়ি অফিসার্স কলোনি এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ডালিয়া দেওয়ান (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

ডালিয়ার বড় ভাই ঘাগড়া মৌজার হেডম্যান হিমেল দেওয়ান জানান, ডালিয়া দেওয়ান সকালে ১১টার দিকে বৃষ্টিপাতের সময় বজ্রপাত করার কারণে ফ্রিজের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য থ্রী-পিন্ট প্লাগটা খোলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে আমরা তাকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ডালিয়া দেওয়ান ইংরেজি বিষয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি লাভ করেছে। বাবার চিকিৎসার জন্য চাকরি ছেড়ে রাঙামাটি চলে আসে সে।

রাঙামাটি জেনারেল হাসপাতাল সূত্র জানায় যায়, ডালিয়া দেওয়ানকে সকাল সাড়ে ১১টার দিকে রাঙামাটি জেনারেল হাসপাতালে আনা হয়। হাসাপাতালে আনার আগে তার মৃত্যু হয়।

ইএইচ

Link copied!