Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ফেনীতে ৫টি গরু ও পিকআপসহ ছিনতাইকারী চক্রের প্রধান গ্রেপ্তার

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

জুন ৭, ২০২৪, ০৮:৪৩ পিএম


ফেনীতে ৫টি গরু ও পিকআপসহ ছিনতাইকারী চক্রের প্রধান গ্রেপ্তার

ফেনীতে ছিনতাইকৃত ৫টি গরু ও পিকআপ ভ্যানসহ আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের প্রধান ও ভুয়া পুলিশ পরিচয়দানকারী মো. শামীম ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শুক্রবার তাকে থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শামীম ভুঁইয়া কুমিল্লার দেবিদ্বার উপজেলার বাঙ্গুরী মিয়া বাড়ির মো. শফিকুল ইসলামের ছেলে।

র‌্যাবের দাবি, গ্রেপ্তারকৃত শামীম আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের প্রধান। তিনি দীর্ঘদিন পুলিশ পরিচয়ে মহাসড়কে ছিনতাই করে আসছিলেন। উদ্ধার হওয়া গরু ও পিকআপ ভ্যানটিও ছিনতাই করে চট্টগ্রামে নিয়ে যাচ্ছিলেন তিনি।

র‌্যাব জানায়,পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে শামীম ভূঁইয়ার নেতৃত্বাধীন চক্রটি ছিনতাইয়ের জন্য পশুবোঝাই যানবাহন টার্গেট করে আসছিলেন। এরই অংশ হিসেবে কুমিল্লা থেকে পাঁচটি গরুবোঝাই পিকআপ ভ্যানটি পুলিশ পরিচয়ে ছিনতাই করা হয়।

গোপন সূত্রে খবর পেয়ে ফেনীর লালপোল এলাকায় অস্থায়ী তল্লাশিচৌকি বসিয়ে তাকে গ্রেপ্তার এবং গরুবোঝাই পিকআপ ভ্যানটি উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত পাঁচটি মামলা রয়েছে।

র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গরু ও গাড়ি ছিনতাইয়ের ঘটনায় ওই ছিনতাইকারীর বিরুদ্ধে কুমিল্লা দক্ষিণ থানায় একটি মামলা করা হয়েছে। পরে তাকে থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ইএইচ

Link copied!