Amar Sangbad
ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪,

দিনাজপুরে সাহিত্য সম্মেলন ও মিলন মেলা

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর প্রতিনিধি

জুন ৮, ২০২৪, ০৩:০৫ পিএম


দিনাজপুরে সাহিত্য সম্মেলন ও মিলন মেলা

দিনাজপুর প্রেসক্লাব ও কবিতার ছোট কাগজ কাব্য কথার যৌথ আয়োজনে এবং জেলা প্রশাসন, জেলা পরিষদ ও দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সহযোগিতায় প্রেসক্লাব এম আব্দুর রহিম মিলনায়তনে এপার বাংলা-ওপার বাংলার কবি সাহিত্যিকদের নিয়ে দিনব্যাপী সাহিত্য সম্মেলনের উদ্বোধন করেছেন ভারত পশ্চিমবঙ্গের বিশিষ্ট লেখক সৈয়দ হাসমত জালাল।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- জেলা প্রশাসক শাকিল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব ভারতী বিশ্ববিদ্যালয় শান্তি নিকেতন ভারতের সাবেক অধ্যাপক ড. সুমিতা ভট্টাচার্য, অতিরিক্ত পুলিশ সুপার মো. মমিনুল করিম, দিনাজপুর নাগরিক উদ্যোগের সভাপতি আবুল কালাম আজাদ ও দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল।

প্রেসক্লাবে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে এবং বর্ণাঢ্য র‍্যালির উদ্বোধনের মাধ্যমে সারাদিনব্যাপী সাহিত্য সম্মেলনে বিভিন্ন পর্বে সভাপতিত্ব করেন কবি ও গবেষক ড. মাসুদুল হক, কবি জলিল আহমেদ, প্রফেসর ড. সুমিতা ভট্টাচার্য, কবি-গবেষক রাজা শহিদুল আসলাম ও দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকশী বাচ্চু।

বক্তব্য দেন- কবি ও কথা সাহিত্যিক রোকেয়া ইসলাম, মুম রহমান, বগুড়া লেখক চক্রের সভাপতি ইসলাম রফিক, ঔপন্যাসিক লায়লা চৌধুরী ও সাবেক এমপি মনোরঞ্জনশীল গোপাল।

অতিথি হিসেবে দিনব্যাপী বিভিন্ন পর্বে বক্তব্য দেন- দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সুলতান কামাল উদ্দিন বাচ্চু, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, জেলা কালচারাল অফিসার মীন আরা পারভীন, কবি লাল মিঞা, কবি ও গবেষক আজাদ কালাম, কবি মনি হায়দার, নুর কামরুন নাহার, বিনয় বর্মণ, কবি ও লেখক সাকিরা পারভীন, বকুল আশরাফ, কবি ও সাংবাদিক কাশী কুমার দাস ঝন্টু, আব্দুল্লাহ আল মামুন, লেখক প্রণয় মজুমদার, লেখক ও সাংবাদিক জিনাত রহমান, সংগীত শিল্পী নুরুল মতিন সৈকত ও বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শামীম আজাদ সরকার।

স্বাগত বক্তব্য দেন- সাহিত্য সম্মেলনের সদস্য সচিব নিরঞ্জন হীরা। শুভেচ্ছা বক্তব্য দেন- যুগ্ম আহ্বায়ক ও প্রেস ক্লাবের সাহিত্য ও পাঠাগার সম্পাদক কাশী কুমার দাস ঝন্টু।

সঞ্চালকের দায়িত্ব পালন করেন অনুষ্ঠান সমন্বয়কারী কবি কমল কুজুর, বাচিক শিল্পী সাবিনা ইসাসমিন ইতি, কবি ও গবেষক প্রফেসর তারেক রাজা, কবি অদিতি রায়, কবি ও গবেষক তুষার শুভ্র বসাক, নাট্যকর্মী হারুন-উর-রশিদ।

ইএইচ

Link copied!