Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

যশোরে কৃষি যান্ত্রিকীকরণের লক্ষ্যে দুই দিনব্যাপী প্রশিক্ষণ

যশোর প্রতিনিধি

যশোর প্রতিনিধি

জুন ৮, ২০২৪, ০৪:১০ পিএম


যশোরে কৃষি যান্ত্রিকীকরণের লক্ষ্যে দুই দিনব্যাপী প্রশিক্ষণ

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ফার্ম মেশিনারি এন্ড পোস্টহারভেস্ট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের অধীনে ‘কৃষি যন্ত্রপাতি ও লাগসই প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে ফসল উৎপাদন ব্যবস্থাকে অধিকতর লাভজনক কর’ শীর্ষক প্রকল্পের অর্থায়নে বারি উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতির পরিচালনা, মেরামত ও রক্ষণাবেক্ষণের উপর কৃষক, যন্ত্রচালক ও মেকানিকদের ২ দিনব্যাপী প্রশিক্ষণ যশোর সদরের আব্দুলপুরে শুরু হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কাউসার উদ্দিন আহমেদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা এফএমপিই বিভাগ ও প্রকল্প পরিচালক এফএমডিপি বারি (গাজীপুর) ড. মো. নূরুল আমিন।

প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন যশোর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা রোকনুজ্জামান, বৈজ্ঞানিক কর্মকর্তা এফএমপিই বিভাগ বারি (গাজীপুর) শাম্মী আক্তার।

অনুষ্ঠানে যশোরের সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ২০ জন কৃষি যন্ত্রচালক ও মেকানিক হাতে-কলমে দিনব্যাপী বারি বীজ বপন যন্ত্র, বারি শস্য কর্তন যন্ত্র, বারি ভুট্টা মাড়াই যন্ত্র, বারি শস্য মাড়াই যন্ত্র, বারি ঝাড়াই যন্ত্র, বারি আলু রোপণ যন্ত্র, বারি আলু উত্তোলন যন্ত্র চালানো ও মেরামতের উপর প্রশিক্ষণ গ্রহণ করেন।

ইএইচ

Link copied!