Amar Sangbad
ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪,

দিনাজপুরে নারী উদ্যোক্তাদের পণ্য নিয়ে ‘উই হাটবাজার’

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর প্রতিনিধি

জুন ৮, ২০২৪, ০৪:৩০ পিএম


দিনাজপুরে নারী উদ্যোক্তাদের পণ্য নিয়ে ‘উই হাটবাজার’

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে উইমেন এন্ড ই-কমার্স ট্রাস্ট (উই) এর উদ্যোগে দিনাজপুরের নারী উদ্যোক্তাদের তৈরি পণ্য নিয়ে একদিনের ‘উই হাটবাজার দিনাজপুর’ অনুষ্ঠিত হয়েছে।

দিনাজপুর শহরের মালদাহপট্টি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সামনে ও দিনাজপুর মিলনায়তনে শনিবার উইমেন এন্ড ই-কমার্স ট্রাস্টের উদ্যোগে ঈদুল আজহা উপলক্ষ্যে নারী উদ্যোক্তাদের পণ্য নিয়ে ‘উই হাটবাজার দিনাজপুর’ প্রদর্শনীর উদ্বোধন করেন উইর দিনাজপুর জেলা প্রতিনিধি রেহেনা খাতুন রত্না।

‘উই হাট বাজার দিনাজপুর’-এর সহযোগিতায় ছিলেন নারী উদ্যোক্তা রোমেনা আক্তার মনি, উম্মে মরিয়মসহ অন্যান্য নারী উদ্যোক্তারা।

উইমেন এন্ড ই-কমার্স ট্রাস্ট (উই) এর দিনাজপুরের প্রতিনিধি রেহেনা খাতুন রত্না বলেন, নারী উদ্যোক্তাদের প্রতিভা বিকাশ ও প্রকাশের লক্ষ্যেই এই উদ্যোক্তাদের তৈরি দেশীয় পণ্যের পশরা নিয়ে উই হাট বাজার দিনাজপুর।

তিনি বলেন, উইমেন এন্ড ই-কমার্স ট্রাস্ট (উই) একটি উদ্যোক্তা বান্ধব অনলাইন প্লাটফর্ম। ইন্টারনেটের বৈপ্লবিক যুগে সামাজিক যোগাযোগ মাধ্যম ও এই প্লাটফর্ম ব্যবহার করে নারীরাও হয়ে উঠছেন সফল উদ্যোক্তা। নারী উদ্যোক্তারা তাদের নিজ নিজ পণ্য নিয়ে এই ‘উই হাট বাজার’-এর লক্ষ্য হচ্ছে নতুন উদ্যোক্তাদের অনুপ্রাণিত করা।

দিনাজপুর জেলার নারী উদ্যোক্তাদের তৈরি পণ্য নিয়েই পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে আজকের উই হাট বাজার অনুষ্ঠিত হচ্ছে।

দিনাজপুর জেলার ১৩ উপজেলার নারী উদ্যোক্তারা তাদের নিজ নিজ তৈরি পোষাক, শো-পিচ, প্রসাধনী-জুয়েলারী ও নানান ধরনের খাবার সামগ্রী নিয়ে এই ‘উই হাটবাজার দিনাজপুর’ পালন করেছে। এতে ২৫ জন নারী উদ্যোক্তা পণ্য প্রদর্শনী তে অংশ নেন। এক দিনের এই ‘উই হাট বাজার দিনাজপুর’ ব্যাপক সাড়া ফেলেছে সাধারণ মানুষ ও অন্যান্য উদ্যোক্তাদের মাঝে।

ইএইচ

Link copied!