Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

রাঙামাটিতে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটি প্রতিনিধি

জুন ৮, ২০২৪, ০৪:৪৩ পিএম


রাঙামাটিতে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন

রাঙামাটিতে সপ্তাহব্যাপী ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন, র‍্যালি ও জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে রাঙামাটি জেলা প্রশাসনের আয়োজনে, জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণে সপ্তাহব্যাপী ভূমিসেবা সপ্তাহ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মীর আবু তৌহিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণে ৪টি স্টলের মাধ্যমে সপ্তাহব্যাপী ভূমিসেবা প্রদান করা হয়েছে। এর আগে ভূমিসেবা সপ্তাহ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি বের হয়।

ইএইচ

Link copied!