Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

লালমনিরহাটে আমার সংবাদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মহসীন ইসলাম শাওন, লালমনিরহাট

মহসীন ইসলাম শাওন, লালমনিরহাট

জুন ৮, ২০২৪, ০৪:৪৯ পিএম


লালমনিরহাটে আমার সংবাদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সত্যের সন্ধানে প্রতিদিন এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের বহুল প্রচারিত ও পাঠক নন্দিত জাতীয় দৈনিক আমার সংবাদ সাহসিকতার ১ যুগে পদার্পণ উপলক্ষ্যে লালমনিরহাট জেলায় কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

শনিবার আমার সংবাদের লালমনিরহাট জেলা কার্যালয়ে জেলা প্রতিনিধি মহসীন ইসলাম শাওনের সভাপতিত্বে এসএ টিভির জেলা প্রতিনিধি আশিকুর রহমান ডিফেন্সের সঞ্চালনায় র‍্যালি ও কেট কাটা শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পৌর মেয়র রেজাউল করিম স্বপন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি মোড়ল হুমায়ূন কবির, লালমনিরহাট প্রেসক্লাবের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা গোকুল রায়, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আনিছুল রহমান লালডা, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তৌহিদ লিটন, শিবরাম আদর্শ পাবলিক স্কুল লালমনিরহাটের পরিচালক রাশেদুল ইসলাম রাশেদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ বেতারের লালমনিরহাট প্রতিনিধি হায়দার আলী বাবু, বাংলাদেশ সংবাদ সংস্থার জেলা প্রতিনিধি তন্ময় আহমেদ নয়ন, বাংলাভিশনের জেলা প্রতিনিধি মেহেদী হাসান জুয়েল, দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি খোরশেদ আলম সাগর, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি মাহমুদুল হক, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি সুফিয়ান আল হাসান, ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি নিয়াজ আহমেদ শিপন, দৈনিক আমার সংবাদ পত্রিকার হাতিবান্ধা উপজেলা প্রতিনিধি কাজী আসাদুজ্জামান খোকন, দৈনিক আমার সংবাদের কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি সাজু মিয়া, দৈনিক আমার সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি সাদিকুল ইসলাম প্রমুখ।

ইএইচ

Link copied!