Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

পাহাড় থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

জুন ৮, ২০২৪, ০৬:০১ পিএম


পাহাড় থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

ময়মনসিংহের হালুয়াঘাটে কুরবান আলী (৬০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে হালুয়াঘাট থানা পুলিশ। নিহত কুরবান আলী উপজেলার ভূবনকুড়া ইউনিয়নের কুচপাড়া গ্রামের মৃত আহাম্মদ আলীর পুত্র।

স্থানীয়রা জানায়, গত বৃহস্পতিবার থেকে কুরবান আলী নিখোঁজ ছিলেন।

শনিবার সকালে স্থানীয় বিল্লাহ হোসেন লাকড়ি কুড়াতে গিয়ে পাহাড়ে কুরবান আলীর লাশটি দেখতে পেয়ে তার আত্মীয় স্বজনকে জানালে লাশ শনাক্ত করে পুলিশে খবর দেয়।

ঘটনাস্থল পুলিশ গিয়ে বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করে হালুয়াঘাট থানায় নিয়ে আসে।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এম এ সুরুজ মিয়া ও মৃত কুরবান আলীর ছোট ভাই কুদ্দুস আলীসহ স্থানীয় লোকজন জানান, পাহাড়ে লাকড়ি কুড়াতে গিয়ে ভারতীয় বন্য হাতির আক্রমণে কুরবান আলী নিহত হয়েছে বলে ধারণা করছে। কুরবান আলী পাহাড় থেকে লাকড়ি এনে বাজারে বিক্রি করতেন।

এ ঘটনায় হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুল হক জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াথীন রয়েছে।

ইএইচ

Link copied!