Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

তানোরে জরুরি সাড়াদান পদ্ধতি শক্তিশালীকরণ প্রশিক্ষণ কর্মশালা

তানোর (রাজশাহী) প্রতিনিধি

তানোর (রাজশাহী) প্রতিনিধি

জুন ৮, ২০২৪, ০৭:০০ পিএম


তানোরে জরুরি সাড়াদান পদ্ধতি শক্তিশালীকরণ প্রশিক্ষণ কর্মশালা

রাজশাহীর তানোর উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ‘এসওডির কমিটির সদস্যদের নিয়ে জরুরি সাড়াদান পদ্ধতি শক্তিশালীকরণ’ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও উপজেলা প্রশাসন আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা  অধিদপ্তদপ্তরের যুগ্নসচিব আব্দুল্লাহ আল-মামুন।

তানোর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এটিএম কাওছার আহমেদ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বার্নাবাস হাসদা, উপজেলা কৃষি অফিসার এম সাইফুল্লাহ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ওয়াজেদ আলী, তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দুকুর রহমান, উপজেলান প্রকৌশলী সাইদুর রহমান, তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- তানোর পৌরসভার মেয়র ইমরুল হক, তানোর উপজেলা ভাইস চেয়ারম্যান তানভীর রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সর্দার, বাঁধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, সরনজাই ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক, তালন্দ ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন বাবু প্রমুখ।

প্রশিক্ষণ কর্মশালায় মূল প্রবন্ধ পাঠ করেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তদপ্তরের যুগ্নসচিব আব্দুল্লাহ আল-মামুন।

ইএইচ

Link copied!