Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

বাকেরগঞ্জে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

জুন ৮, ২০২৪, ০৭:১৭ পিএম


বাকেরগঞ্জে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

‘স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক’ এই স্লোগানকে সামনে রেখে দেশব্যাপী ভূমিসেবা সপ্তাহ-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। এরই ধারাবাহিকতায় বরিশালের বাকেরগঞ্জ উপজেলা ভূমি অফিসের উদ্যোগে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

বর্ণাঢ্য আয়োজনে উপজেলা ভূমি অফিসে শনিবার সকাল সাড়ে ১১টায় সপ্তাহব্যাপী ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এম ইশমামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন- বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, কানুনগো মো. আফজাল হোসেন, নাজির মো. নাছির উদ্দিন, সাংবাদিক মো. হাবিবুর রহমান, মো. মাসুদ সিকদার, উত্তম দাস, সার্ভেয়ার মো. ফোরকান হোসেন, সার্ভেয়ার রিয়াজ উদ্দিন, ভরপাশা ইউনিয়ন তহশীলদার মো. সাইফুল ইসলাম প্রমুখ।

এছাড়াও উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও বিভিন্ন ইউনিয়নের ভূমি অফিসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!