Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

জামালপুরে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

জামালপুর প্রতিনিধি

জামালপুর প্রতিনিধি

জুন ৮, ২০২৪, ০৭:২৭ পিএম


জামালপুরে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

জামালপুর জেলা সরিষাবাড়ি উপজেলার ভাটারা উত্তরপাড়া বিশিষ্ট ব্যবসায়ী মরহুম নাজিম উদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে ভাটারা উত্তরপাড়া ইয়ং স্টার বয়েজ ক্লাবের আয়োজনে এ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।

সরিষাবাড়ি উপজেলার আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. তারিকুল ইসলাম নিটুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরিষাবাড়ি থানার অফিসার ইনচার্জ মো. মুশফিকুর রহমান।

খেলা উদ্বোধন করেন ভাটারা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের আহ্বায়ক মো. আব্দুল মালেক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দেওয়ানগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুহাম্মদ আ. রশিদ, বাংলাদেশ আওয়ামী কৃষকলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. লাল মিয়া, সাবেক মেম্বার মো. মজনু মিয়া, ভাটারা ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. ফারুক হোসেন।

উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে ঝাউরাম একাদশ বনাম কাশারিপাড়া একাদশ।

সুস্থ দেহ সুন্দর মন এ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রধান অতিথি মুশফিকুর রহমান বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা মনকে ভালো রাখে এবং নেশা ও মাদক থেকে দূরে রাখে।

ইএইচ

Link copied!