Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

কুমিল্লায় পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা প্রতিনিধি

জুন ৮, ২০২৪, ০৮:০৫ পিএম


কুমিল্লায় পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় কুমিল্লার সার্বিক কার্যক্রম সন্তোষজনক হওয়ায় অভিনন্দন জানানো হয়েছে।

এরই স্বীকৃতিস্বরূপ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাউদ হাসান (সিজেএ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক চৌধুরী ইমরুল হাসানের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুমিল্লার জেলা ও দায়রা জজ নাসরিন জাহান।

এছাড়াও অনুষ্ঠানে জেলা প্রশাসক, অতিরিক্ত ডিআইজি (হাইওয়ে), পুলিশ সুপার, সিভিল সার্জন, বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার প্রধান, পিপি, কুমিল্লা বারের সভাপতি ও সেক্রেটারি, ১৮ থানার অফিসার ইনচার্জসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সিজেএ পারস্পরিক সহযোগিতা মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে ন্যায় বিচার নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।

ইএইচ

Link copied!