Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

মহেশপুরে আমবাগান থেকে ঝুলন্ত লাশ উদ্ধার

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

জুন ৮, ২০২৪, ১১:৫৪ পিএম


মহেশপুরে আমবাগান থেকে ঝুলন্ত লাশ উদ্ধার

ঝিনাইদহের মহেশপুরের রামচদ্রপুর গ্রামের মাঠ থেকে ফতু হালদার (৫০) নামের এক মানসিক প্রতিবন্ধীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

ফতু হালদার রামচদ্রপুর গ্রামের মৃত ধিরেদ্রনাথ হালদারের ছেলে।

এলাকাবাসী জানান, শনিবার বিকালে এলাকার লোকজন মাঠে ঘাস কাটতে গেলে মাঠের মধ্যে একটি আমগাছে এক ব্যক্তির ঝুলন্ত লাশ দেখে চিৎকার শুরু করে। পরে তারা থানা পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে ঝুলন্ত অবস্থায় ফতু হালদারের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

রামচদ্রপুরের ইউপি সদস্য মাছুরা খাতুন জানান, ফতু হালদার একজন মানসিক প্রতিবন্ধী রোগী ছিল। কি কীভাবে এমন হলো তা আমার জানা নাই।

মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মাহাবুবুর রহমান জানান, গলায় দড়ি দেওয়া অবস্থায় একজনের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য প্রস্তুতি চলছে।

ইএইচ

Link copied!