Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

সেন্টমার্টিনগামী ট্রলারকে লক্ষ্য করে গুলি ছুড়ল মিয়ানমার

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার প্রতিনিধি

জুন ৯, ২০২৪, ১২:১৯ এএম


সেন্টমার্টিনগামী ট্রলারকে লক্ষ্য করে গুলি ছুড়ল মিয়ানমার

টেকনাফ থেকে সেন্টমার্টিন যাওয়ার পথে এবার একটি ট্রলারকে লক্ষ্য করে গুলি ছুড়েছে মিয়ানমার। এতে ট্রলারটির বিভিন্ন স্থানে সাতটি গুলি লেগেছে বলে জানা গেছে।

শনিবার দুপুর ১টার দিকে নাফ নদীর বদরমোকাম মোহনায় নাইক্ষ্যংদিয়ায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান।  

তিনি জানান, টেকনাফ থেকে সেন্টমার্টিন যাওয়ার সময় নাফ নদীর মাঝপথে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী ভর্তি একটি ট্রলারকে মিয়ানমার থেকে গুলিবর্ষণ করা হয়। এতে কেউ হতাহত না হলেও ট্রলারটি দ্বীপে আসতে পারেনি।

এ বিষয়ে বিজিবির টেকনাফের-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ বলেন, গুলির বিষয়টি শুনেছি। ট্রলারকে গুলিবর্ষণের ঘটনায় প্রতিবাদ জানিয়ে মিয়ানমারের সীমান্তরক্ষী বিজিপির কাছে প্রতিবাদ লিপি পাঠানোর প্রক্রিয়া চলছে।

ইএইচ

Link copied!