Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

পিরোজপুরে বাসের ধাক্কায় প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুর প্রতিনিধি

জুন ৯, ২০২৪, ০৩:৩২ পিএম


পিরোজপুরে বাসের ধাক্কায় প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রোববার সকালে নেছারাবাদ-বরিশাল মহাসড়কে উপজেলার কুনিয়ারি বেইলি ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন নেছারাবাদ থানার এসআই মো. পনির খান।

নিহতরা হলেন- উপজেলার জগন্নাথকাঠি গ্রামের শহিদুল ইসলামের ছেলে মো. শাকিল ইসলাম (৩০) এবং একই এলাকার ফজলুল করিমের ছেলে মো. সাইফুল।

প্রত্যক্ষদর্শী মো. বাদশা মিয়া বলেন, মোটরসাইকেলে করে দুজন বরিশাল যাচ্ছিলেন। কুনিয়ারি বেইলি ব্রিজে উঠার সঙ্গে সঙ্গে একটি বাস মোটরসাইকেলকে ধাক্কা দেয়। স্থানীয়রা চিৎকার করে বাসটি থামাতে বললেও চালক তা শোনেননি। বাসটি মোটরসাইকেলটিকে বেশ খানিকটা দূরে পিষে নিয়ে যায়।

স্থানীয়রা দুজনকে উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।

নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শাহারুখ মল্লিক বলেন, হাসপাতালে আনার আগেই দুজনের মৃত্যু হয়েছে।

নেছারাবাদ থানার এসআই পনির খান জানান, বাসটি জব্দ এবং এর চালককে আটক করা হয়েছে।

ইএইচ

Link copied!